সেনাবাহিনীর তত্ত্বাবধানে বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা

দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ উদ্যোগ জেলার সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার মানসিকতা তৈরি করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বরিশালের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী এক মহড়া ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল স্টেডিয়ামে বরিশাল ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এম খায়ের উদ্দীন।

এতে আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্ডার, পিএইচই, এলজিইডি, পিডিবি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, সিটি করপোরেশনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল তুলে ধরেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দুর্যোগ পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা, আশ্রয়কেন্দ্র পরিচালনা, উদ্ধার কাজ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

গত ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী তিনটি কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১২০ জন প্রতিনিধিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিরসন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এছাড়া স্কুল–কলেজের শিক্ষার্থীসহ মোট ৩৭৫ জন স্বেচ্ছাসেবককে মাঠ পর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ উদ্যোগ জেলার সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার মানসিকতা তৈরি করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।