লালমনিরহাটে থানায় হামলা

আসামি ছিনিয়ে নেয়ার মামলায় আরো তিনজন গ্রেফতার

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Lalmonirhat
পাটগ্রাম থানা
পাটগ্রাম থানা |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেয়ার মামলায় সোহেল রানাসহ (২৮) আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আসামি সোহেলের বাড়ি পৌর সভার মির্জারকোর্ট এলাকায়। অন্য দু’জন হলেন পৌর সভা এলাকার নুর ইসলামের ছেলে মাসুদ রানা (২৬) ও বাউরা নবীনগর গ্রামের আজগর আলীর ছেলে রবিউল ইসলাম (৩৪)।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে উপজেলা বিএনপির সাবেক সদস্য ও পাথর, বালু মহাল ইজারাদার বাদশা জাহাঙ্গীর মোস্তাজীর চপলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির দফতর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

একই অভিযোগে পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বালু পাথর মহাল অপর ইজারাদার মাহমুদ হোসেন রাব্বীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার করা এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল ও বেলালকে গত বুধবার (২ জুলাই) রাতে থানায় হামলা, ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।