দেশে শীতের তীব্রতা আরো বেড়েছে। আজ মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানায়, এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙেছে।
বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
অন্যদিকে, দেশের দক্ষিণ উপকূলীয় শহর টেকনাফে আজ সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা গেছে।
সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই উঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে ‘মৃদু’ এবং ছয় দশমিক এক থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে ‘মাঝারি’ শৈত্যপ্রবাহ বলা হয়।
তাপমাত্রা চার দশমিক এক ডিগ্রি থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকলে ‘তীব্র’ এবং চার ডিগ্রির নিচে নামলে তাকে ‘অতি তীব্র’ শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে কমপক্ষে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে।
সূত্র : বাসস



