বান্দরবান-মিয়ানমার ঘুনধুম সীমান্তে মায়ানমার থেকে ছোড়া বুলেট এসে বাংলাদেশের একটি বসতঘরে বিদ্ধ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে বিজিবি টহল ও নিরাপত্তা বৃদ্ধি করেছে
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তের মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার মাওলানা নুরুল আমিন ফারুকীর বাসার টিনের চাল ভেদ করে গুলিটি বাসায় ঢুকে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহতা হয়নি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিজিবি টহল ও নিরাপত্তা বৃদ্ধি করেছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাশের আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ক্যাম্প ও এলাকা থেকে গুলিটি বাংলাদেশের অভ্যন্তরে এসেছে।
তবে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং স্থানীয়দের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
গত বছরের মাঝামাঝি সময় থেকে মায়ানমারের আরাকানে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সাথে সেদেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর আরাকান আর্মি সীমান্তের ক্যাম্পগুলো দখল করে নেয়। আরাকান আর্মির দখলকৃত ক্যাম্পগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে মায়ানমারের সেনাবাহিনী। এ নিয়ে সেখানে সংঘর্ষ চলছে।



