দেবিদ্বারে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

একসাথে দুই শিশুকে হারিয়ে পরিবারগুলোতে বইছে শোকের মাতম। বাড়ির চারপাশে যেন শুধুই কান্না আর আহাজারি।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
জারিফ ও নাবিলা
জারিফ ও নাবিলা |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে পানিতে ডুবে জারিফ (২) ও নাবিলা (২) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া হাকিম হুজুরের বাড়ির নিজ পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জারিফ চান্দপুর গ্রামের আব্দুল জলিলের একমাত্র ছেলে এবং নাবিলা সোহাগ হোসেনের একমাত্র মেয়ে।

শিশুদের চাচা সাকিব জানান, সকাল ১০টার দিকে বাড়িতে নাস্তা খাওয়ার সময় উঠানে জারিফ ও নাবিলাকে খেলতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

এদিকে একসাথে দুই শিশুকে হারিয়ে পরিবারগুলোতে বইছে শোকের মাতম। বাড়ির চারপাশে যেন শুধুই কান্না আর আহাজারি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। নিহত পরিবারের পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ দেয়া হয় তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।