সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে : রফিকুল ইসলাম খান

‘এই আন্দোলনের মধ্য দিয়েই মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই নতুন বাংলাদেশ গড়ার পথে তোমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
পুরস্কার তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম খান
পুরস্কার তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামী দিনে দেশ পরিচালনার জন্য প্রয়োজন সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে। দেশের ভবিষ্যৎ গড়তে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে।’

শনিবার (২ আগস্ট) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশকে আধুনিক, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আমাদের প্রয়োজন দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব। তোমরাই জাতির ভবিষ্যৎ। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আন্দোলন ছিল সার্বজনীন, যেখানে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল।’

রফিকুল ইসলাম খান আরো বলেন, ‘এই আন্দোলনের মধ্য দিয়েই মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই নতুন বাংলাদেশ গড়ার পথে তোমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’

উল্লাপাড়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫৪ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট, ও বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদ-এর সভাপতিত্বে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ জাকারিয়া ও আশিকুর রহমানের সঞ্চালায় বিশেষ অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান অধ্যক্ষ মো: শাহজাহান আলী, জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, জাায়াতের বর্তমান সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব ও ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মো: আলহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।