৪ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

নওগাঁর মিঠুন কুমার সাহা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে ১২৫ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করে।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Hakimpur
হিলি স্থলবন্দর দিয়ে আবারো চাল আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আবারো চাল আমদানি শুরু |নয়া দিগন্ত

প্রায় চার মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো চাল আমদানি শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁর মিঠুন কুমার সাহা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে ১২৫ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করে।

প্রতি টন চালের আমদানি মূল্য ধরা হয়েছে ৫২৮ মার্কিন ডলার। তবে কাস্টমস সূত্রে জানা গেছে, এসব চাল খালাসের জন্য এখনো কোনো সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেনি।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে চাল আমদানি হলেও কাস্টমসে চালের ডিউটি প্রত্যাহার বা কমানোর ব্যপারে যে গুঞ্জন শোনা যাচ্ছে সে ব্যপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আমদানিকারকরা চাইলে পূর্ব নির্ধারিত ৬৩ পয়েন্ট ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করে চালগুলো খালাস নিতে পারবে।

বর্তমানে এসব চালবোঝাই ট্রাক পানামা হিলি পোর্টের অভ্যন্তরে খালাসের অপেক্ষায় রয়েছে। এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।