তা'মীরুল মিল্লাতে নবীনবরণে শিক্ষার পরিবেশ উন্নয়নের আশ্বাস

মন্ত্রণালয়ের অর্থায়নে টঙ্গীতে দু’টি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যা অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় দোয়ার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। এর আগে সকাল ৯টায় মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার ৯০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।

মাদরাসার অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া সহকারী অধ্যাপক ড. সালমান ফারসির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুজ্জামান এবং মাদরাসা শিক্ষা বোর্ডের কারিগরি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সচিব রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান জরুরি। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ তিনি টঙ্গী শাখার অবকাঠামো উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি ড. হেদায়েত উল্লাহ বলেন, ‘নানা প্রতিকূলতা জয় করে তা'মীরুল মিল্লাত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

যুগ্ম সচিব মনিরুজ্জামান জানান, ‘মন্ত্রণালয়ের অর্থায়নে টঙ্গীতে দু’টি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যা অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান এবং নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান সবক প্রদান করেন ট্রাস্টের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ যাইনুল আবেদীন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এম. আল মিনহাজ, তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।