উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পটুয়াখালী ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে পরাজিত করে বরগুনার গরিয়াবুনিয়া একাদশ চ্যাম্পিয়ান হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ান দলকে ট্রফি ও ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি এবং ও রানার্সআপ দলকে ট্রফিসহ বিশ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী।
ফুটবল টুর্নামেন্টের আয়োজক ক্রীড়া সংগঠক মো: জসীম উদ্দিন সজীব সিকদার, অপু ফরাজী ও সাব্বির হোসেন ফরাজী জানান, ‘স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রসহ উঠতি বয়সি যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও পড়াশুনায় মনোযোগী করতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফুটবলসহ বিলুপ্ত হওয়া বিভিন্ন খেলা পুনরুজ্জীবিত করতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বাইজিদ আহম্মেদ মাকসুদ পান্না, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো: জাফর ইমাম সিকদার, সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দীন, উপাধ্যক্ষ মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন ফরাজী, বিএনপি নেতা ফিরোজ গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজি রাশেদ শামস, সদস্য সচিব গাজী মো: আতাউর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেস এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



