দুর্গাপুরে পাটের বাম্পার ফলন, দ্বিগুণ দামে কৃষকের মুখে হাসি

গত বছরের তুলনায় এ বছর সোনালি আঁশ পাটের দামও হয়েছে প্রায় দ্বিগুণ। এ নিয়ে যেন খুশির শেষ নেই কৃষকদের।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
দুর্গাপুরে পাটের বাম্পার ফলনে হাটে বিক্রির ধুম
দুর্গাপুরে পাটের বাম্পার ফলনে হাটে বিক্রির ধুম |নয়া দিগন্ত

এ বছর রাজশাহীর দুর্গাপুরে পাটের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। অনুকূল আবহাওয়া ও বর্ষাকালে জাগ দেয়ার কোনো ধরনের সমস্যা না থাকায় উৎপাদন হয়েছে উন্নত মানের পাট। গত বছরের তুলনায় এ বছর সোনালি আঁশ পাটের দামও হয়েছে প্রায় দ্বিগুণ। এ নিয়ে যেন খুশির শেষ নেই কৃষকদের।

উপজেলার দুর্গাপুর, কানপাড়া, মোহনগঞ্জ ও পাশের বাগমারা উপজেলার তাহেরপুর হাটে পাট বিক্রির ধুম পড়েছে। এর মধ্যে তাহেরপুর হাট সবচেয়ে বড় হওয়ায় এখানেই সবচেয়ে বেশি পাট ক্রয় করছেন পাইকাররা। হাটে পাটের দাম মানভেদে প্রতি মণ ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা গত বছর ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।

কানপাড়া গ্রামের কৃষক আবদুল হাকিম বলেন, ‘এবার পাটের ফলন ভালো হয়েছে, দামও গতবারের চেয়ে অনেক বেশি। এ আয় দিয়ে ঋণ শোধ করে সংসারের খরচ চালানো সহজ হবে।’

গোপালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, ‘গত বছর দাম কম থাকায় ক্ষতি হয়েছিল। এবার ভালো দাম পেয়ে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।’

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, দুর্গাপুর উপজেলায় এ বছর প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, ‘এ বছর অনুকূল আবহাওয়া, সঠিক সময়ে বপন ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে পাটের ফলন ভালো হয়েছে। দামও কৃষকের অনুকূলে থাকায় তারা লাভবান হচ্ছেন। দাম ও উৎপাদনের এ ধারাবাহিকতা বজায় থাকলে আগামী মৌসুমে পাট চাষ আরো বৃদ্ধি পাবে।’