মুলাদীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

সকাল সাড়ে ৮টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম সরওয়ার।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
মুলাদীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত |নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম সরওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: শুক্কুর আহম্মেদ খান, উপজেলা নির্বাচন অফিসার মো: নাজিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আরাফাত জাহান চৌধুরী, থানা তদন্ত কর্মকর্তা মো: মমিন, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, সরকারি মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবু সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য আজিজুর রহমান অলিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল করিম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।