শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলাই আমাদের গর্বের মাস। ছাত্ররা আমাদেরকে সেই ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। তাই জুলাই মাসে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করা এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। যদিও রাষ্ট্র সাধ্যমত পালন করছে। পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করি।
সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাসের বাগ এলাকাস্থ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব সব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সম্ভাবনা আমাদের হাতছানি দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা সরকারের বড় রকমের প্রয়াস। আমাদের হাতে হয়তো তেমন একটা সময় নেই। কারিগরি শিক্ষার ওপর আমাদের অনেক জোর দিতে হবে। সেই দিক থেকে আমরা অঙ্গিকারাবদ্ধ। সে ধরনের বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সময় শেষ হওয়ার আগেই কিছু কিছু কাজ করে যাব। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীরা।’
জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি ও শিল্পপতি মো: জামালউদ্দিন মিঞার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা রহিমা আক্তার ইতি প্রমুখ।