বাগেরহাটে সংসদীয় আসন পুনঃবহালের বৃষ্টির ভিরত নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। প্রায় ১৫ দিন ধরে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
আজ সোমবার সকাল ১০টা থেকে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। এ দিন রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাগেরহাট অঞ্চলে। সেই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা নির্বাচন অফিস ঘেরাও করে রেখেছে।
এর আগে গত সপ্তাহে তিনদিন অবস্থান কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। তৃতীয় দফায় আবারো অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান এম এ সালাম।
তিনি বলেন, রোববার ও সোমবার দুই দিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সব উপজেলা নির্বাচন অফিসসহ জেলা নির্বাচন অফিসের সামনেই নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
এদিকে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দু’টি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ দিনের রুল জারি করেছে হাইকোর্ট।
সম্মিলিত কমিটির নেতারা জানান, রিটের শুনানি শেষে আদালত অবশ্যই বাগেরহাটের চারটি আসন বহাল রাখবেন এমন আশাবাদী তারা।
এ সময় বক্তব্য দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহামদ ইউনুস আলী, কো-চেয়ারম্যান এমএ সালাম প্রমুখ।