মাদারীপুরে ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

দুপুরে নিজের ঘরে কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেন সজিব।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur Sadar
মাদারীপুরে ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ
মাদারীপুরে ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ |নয়া দিগন্ত

মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ একই এলাকার জবেদ শেখের ছেলে। অন্যদিকে অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানায়, দুপুরে নিজের ঘরে কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেন সজিব। পরিবারের লোকজন বুঝতে পেরে চিৎকার-চেচামেচি শুরু করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

নিহতের আত্মীয় মীর জামাল সরদার জানান, কী কারণে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে তারা অবগত নন। তবে, হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ‘ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটকে কাজ করছে পুলিশ।