নাটোরের সিংড়ায় চুরির অপবাদে এলাকাবাসীর গণপিটুনিতে আকরাম হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
নিহত যুবক সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মরহুম ইউনুস আলী ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে চুরির অপবাদে যুবক আকরাম হোসেনকে পাটকোল গরু হাটি এলাকায় গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শামীমা আফরোজ বলেন, ‘আহত অবস্থায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে। তবে নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, তিনি (আকরাম) নেশা ও চুরির সাথে জড়িত। মূলত চুরির অভিযোগেই এলাকাবাসী মারধরে তার মৃত্যু হয়েছে।’