জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে : মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো
রাংগুনিয়ায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান
রাংগুনিয়ায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের জন্য একটি স্পষ্ট ও বাস্তবভিত্তিক রূপরেখা প্রয়োজন, যা জুলাই সনদে উপস্থাপিত হয়েছে। এই সনদে রয়েছে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা। তাই জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হলে দেশ সঠিক লক্ষ্যপাণে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

রোববার রাংগুনিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের শারীরিক অসুস্থতায় অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন প্রার্থী হিসেবে ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ (রাংগুনিয়া) সংসদীয় আসন পরিচালক অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান ও অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম, রাংগুনিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন ও রাংগুনিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।