কুষ্টিয়া ও মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ৭০টি পরিবারের মধ্যে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এই চেক বিতরণ করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে এই চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন বিআরটিএ’র (খুলনা-বরিশাল) পরিচালক জিয়াউর রহমান, কুষ্টিয়ার সহকারী পরিচালক মাহাবুব রব্বানী, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান, কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল আলম, আশরাফুল কবির প্রমুখ।
অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অধীনে কুষ্টিয়া জেলার ৩৫ নিহত পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ১৩ আহত পরিবারকে ২৩ লাখ টাকার চেক প্রদান করা হয়। মেহেরপুর জেলার ১৪ নিহত পরিবারকে ৭০ লাখ টাকা এবং ৮ আহত পরিবারকে ১২ লাখ টাকার চেক দেয়া হয়।
উল্লেখ্য, দেশের যেকোনো সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্য ঘটনার এক মাসের মধ্যে অনলাইনে ক্ষতিপূরণের আবেদন জানালে সেসব ক্ষতিগ্রস্ত পরিবার এই অর্থ সহযোগিতা পেয়ে আসছে বলে জানা যায়।



