চকরিয়ার উপকূলীয় বদরখালীতে প্রকাশ্য গুলি করে যুবককে হত্যা

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
নিহত সুহায়েত
নিহত সুহায়েত |সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সুহায়েত (২৮) নামে এক যুবককে প্রকাশ্য গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

উপকূলীয় এলাকায় বার বার খুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ব্লকের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী বাজারে থেকে সুহায়েত রাস্তা দিয়ে কয়েকজন লোকের সাথে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে আজনমনগর স্কুলের সামনে এলে পিছনের দিক থেকে ৪/৫ জন মুখোশধারী লোক ব্যাটারিচালিত দ্রুতগামী অটোরিকশায় করে এসে রিকশা থেকে সুহায়েতকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছুড়ে। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে যান। তার সাথে হাঁটতে থাকা স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে দেখে তার লাশ রাস্তায় পড়ে আছে। এ সময় দূর্বৃত্তরা রিকশায় করে পালিয়ে যেতে দেখে ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়।

পরে স্থানীয় লোকজন চকরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় লোকজন দুর্বৃত্তদেরকে চিহ্নিত করতে পারেনি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুহায়েত (২৮) নামের এক গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। ঘটনা উদঘাটনে পুলিশ ঘটনস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।