ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৭ ডিসেম্বরে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংসহ পৌর শহরের বিভিন্ন স্থানে আগুন দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আতঙ্কে গফরগাঁও পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী, থানা পুলিশ, রেল পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার বলেন, ‘রেললাইনে আগুন দেয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’



