গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনে আগুন, ইঞ্জিন বিকল

শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চরম দুর্ভোগে পড়েন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনে আগুন, ইঞ্জিন বিকল
গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনে আগুন, ইঞ্জিন বিকল |সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ট্রেনটি বিকল হয়ে পড়েছে।

আজ শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চরম দুর্ভোগে পড়েন।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। তবে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।