রংপুরে মহানবীকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট, রঞ্জন রায় গ্রেফতার

বাড়িঘর ভাঙচুর

‘রঞ্জন রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সা: সম্পর্কে একাধিকবার কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য এবং ছবি পোস্ট করেন।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রঞ্জন রায়
রঞ্জন রায় |সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় রঞ্জন রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই পোস্টেকে ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জন ওই গ্রামের সুজন চন্দ্রের পুত্র।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, ‘রঞ্জন রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সা: সম্পর্কে একাধিকবার কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য এবং ছবি পোস্ট করেন। এনিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে পড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’

ওসি আরো জানান, ‘অভিযুক্তকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘ফেসবুকে এই পোস্ট দেয়ার পর উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। তারা একাধিকবার ওই বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ উত্তেজিত জনতাকে সামলানোর চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।