রংপুরে ‘জুলাই ৩৬’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

‘জুলাই বিপ্লবের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মাদক থেকে মুক্ত রাখতেই এই আয়োজন।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু |নয়া দিগন্ত

রংপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শহীদ আবু সাঈদ এর বাবা মকবুল হোসেনকে সাথে নিয়ে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম।

এ সময় ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন করে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই বিপ্লবের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মাদক থেকে মুক্ত রাখতেই এই আয়োজন।

প্রথম দিনের খেলায় রংপুর সদর ও কাউনিয়া উপজেলা অংশ নেয়। এতে এক শূন্য গোলে কাউনিয়া উপজেলাকে হারিয়ে সদর উপজেলা জয়ী হয়।

মঙ্গলবার গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে গংগাচড়ার মিনি স্টেডিয়ামে।