যশোরের চৌগাছায় বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই ইব্রাহিম হোসেনকে (৪২) আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে তাকে আটক করা হয়। রোববার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইব্রাহিম হোসেন উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের রফি উদ্দীনের ছেলে ও বহিষ্কৃত সেনা সদস্য।
গত ১৪ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম হোসেন পশু জবাইয়ের ছুরি দিয়ে কুপিয়ে আপন বড় ভাই রবিউল ইসলামকে (৫০) হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে খালিদ হাসান চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে ইব্রাহিম হোসেন পলাতক ছিলেন।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ভারতে পালানোর সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
মামলার তদন্তকারী অফিসার চৌগাছা থানার এসআই উত্তম কুমার মন্ডল জানান, ‘হত্যাকাণ্ডের পর থেকে ইব্রাহিম হোসেন পলাতক ছিল। আমরা গোপন সূত্রে জানতে পারি সে ভারতে পালানোর জন্য সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া সীমান্ত অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাকে আমরা আটক করি।’
স্থানীয়রা জানান, অভিযুক্ত ইব্রাহিম একাধিক বিয়ে, উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং অসদাচরণের কারণে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।