মুন্সীগঞ্জে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, আগুন ধরিয়ে বাস খালে ফেলে দিল জনতা

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা
ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় আরবী ইসলাম (৬) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পরে সেটিকে খালে ফেলে দেয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরবী ইসলাম রান্ধুনী বাড়ি গ্রামের মো: আলমগীর শেখের মেয়ে। সে আদর্শ মহিলা মাদরাসার শিশুশ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা শেষে বাড়ি ফেরার পথে রান্ধুনী বাড়ি এলাকার শাহাজ উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরবর্তী সময়ে বিক্ষুব্ধ জনতা বাসটিকে রাস্তা থেকে ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেয়।

Bus

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘাতক চালক জামাল মাদকাসক্ত। মাদক সেবন করেই তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। অদক্ষ ও মাদকাসক্ত চালকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরো বাড়বে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ী আসছিল। পথে মাদরাসাছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। এদিকে বাসে আগুন দেয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।