গৌরনদীতে একই পরিবারের ৪ জন ইসলাম গ্রহণ

আমরা স্বেচ্ছায় ও আন্তরিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ছোটবেলা থেকেই ইসলামী আদর্শ, নামাজ, যাকাত ও হজের প্রতি গভীর অনুরাগ ছিল। সেই অনুভূতি পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নেয়ার পর সবাই মিলে একসাথে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
গৌরনদীতে একই পরিবারের ৪ জন ইসলাম গ্রহণ
গৌরনদীতে একই পরিবারের ৪ জন ইসলাম গ্রহণ |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের এক পরিবারের চার সদস্য স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা (এফিডেভিট) দাখিলের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

হলফনামা সূত্রে জানা গেছে, সুধীর দত্ত ও তুলসী রানী দত্তের ছেলে সমীর দত্ত (৪৫) তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তাদের নতুন নামকরণ করা হয়- সমীর দত্ত এখন মো: ওমর আলী, তার স্ত্রী অতুল রানী দত্ত এখন আয়শা বেগম (৩৭), কন্যা স্বর্ণা রানী দত্ত (১৯) বর্তমানে মরিয়ম আক্তার এবং পুত্র শুভ দত্ত (৭) এখন পরিচিত মো: আবদুল্লাহ নামে।

নওমুসলিম ওমর আলী জানান, `আমরা স্বেচ্ছায় ও আন্তরিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ছোটবেলা থেকেই ইসলামী আদর্শ, নামাজ, যাকাত ও হজের প্রতি গভীর অনুরাগ ছিল। সেই অনুভূতি পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নেয়ার পর সবাই মিলে একসাথে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই।‘

তিনি আরো বলেন, `আমাদের লক্ষ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর দেখানো পথে জীবন পরিচালনা করা। জীবনের বাকিটা সময় ইসলাম ধর্মের নির্দেশনা মেনে চলতে চাই। ইনশাআল্লাহ, ভবিষ্যতে স্ব-পরিবারে পবিত্র হজ পালন করারও ইচ্ছে রয়েছে। সকলের কাছে দোয়া চাই যেন আমরা ইসলামের পথে দৃঢ়ভাবে অটল থাকতে পারি।‘