ফরিদপুরের ভাঙ্গায় টানা তৃতীয় দিনে গড়ালো সড়ক ও রেললাইন অবরোধ কর্মসূচি। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবারও বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।
আজ সকাল সাড়ে ৮টা থেকেই ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর, মুসুরাবাদ, পুখুরিয়া, হামিরদী, সুয়াদী এলাকাসহ অন্তত ১০টি পয়েন্টে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বিক্ষোভকারীরা। ফলে রাজধানীর সাথে ওই জেলাগুলোর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়কপথের পর ভাঙ্গার রেললাইনও বন্ধ করে দেয়া হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুরে অবস্থান করছে, যার ফলে ঢাকার সাথে রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
আন্দোলনকারীরা বলছেন, যতদিন পর্যন্ত দাবি মেনে নেয়া না হবে ততদিন পর্যন্ত এই অবরোধ চলবে। তারা আরো বলেন, আগামীতে পুরো ভাঙ্গা উপজেলার স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হবে।