কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল সীমান্তের হাউসরদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ ওই এলাকার বাসিন্দা মো: ফজলুল হকের ছেলে।
পরিবারের দাবি, সকালে স্থানীয় একটি চিংড়ি ঘেরে মাছ ধরতে গেলে ঘেরের বাঁধে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। এতে তার দুই পায়ে মারাত্মক আঘাত লাগে এবং ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়, বাম পায়েও গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভিকটিমের বাবা মো: ফজলুল হক বলেন, সীমান্ত এলাকার ঘের ও আশপাশে এমন ঝুঁকি দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেই।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পাওয়া গেছে এবং আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।
স্থানীয়রা বলছেন, সীমান্তঘেঁষা গ্রাম ও ঘের এলাকায় নিয়মিত টহল, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং মাইন অপসারণে জরুরি উদ্যোগ না নিলে এমন ঘটনা আরো ঘটতে পারে।



