নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া (বাঙালপাড়া মিনি স্টেডিয়াম) খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
তার আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জনসভাকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস। জনসভা সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সরাইল উপজেলার কুট্টাপাড়া (বাঙালপাড়া মিনিস্টেডিয়াম) খেলার মাঠে চলছে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা ও মাঠ প্রস্তুতকরণের কাজ। রাত-দিন পরিশ্রম করছেন শতাধিক শ্রমিক। বিএনপি জোটের ছয়টি আসনের মনোনীত প্রার্থীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিয়মিত সভাস্থল পরিদর্শন করছেন।
নেতাকে একনজর দেখার আশায় ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান কচি, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক এবিএম মুমিনুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এক অভূতপূর্ব আনন্দ উৎসব চলছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের লিডারের জন্য।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘আমরা আশা করছি, জনসভায় পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হবে। এই জনসভা আমাদের রাজনৈতিক ও নির্বাচনী তৎপরতায় নতুন গতি আনবে।’
আয়োজক কমিটি জানায়, জনসভা ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক উপ-কমিটি কাজ করছে।
এদিকে জেলা পুলিশ সুপারের দফতর সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



