সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ড এল কে ছিদ্দিকী স্কায়ারে সীতাকুণ্ড জেএএম সংস্থা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালিত হয়।

নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

Location :

Sitakunda
বক্তব্য রাখছেন আসলাম চৌধুরী
বক্তব্য রাখছেন আসলাম চৌধুরী |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর উদ্যোগে ও উদ্বোধনীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ড এল কে ছিদ্দিকী স্কায়ারে সীতাকুণ্ড জেএএম সংস্থা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালিত হয়।

এসময় ক্যাম্প উদ্বোধন-পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় এতে বক্তব্য রাখেন ডা: ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫-বি ৪ এর ১ম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা: খোরশেদ জামিল চৌধুরী, ডা: মোনাইম ফরহাদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, ডা: জাকের হোসেন, মোরসালিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী প্রমুখ।

পুরো হেলথ ক্যাম্পের ডাক্তারদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে ডা: মোহাম্মদ ঈসা চৌধুরী।

চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, নিউরোলজি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি, চক্ষু, নাক-কান-গলা, গাইনি, কার্ডিওলজি, ফিজিক্যাল মেডিসিন, দন্ত ও অর্থোপেডিক্স বিভাগে প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।