দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর সোনাগাজীতে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। সত্যিকারের প্রয়োজন বিবেচনা করেই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা নেতা হওয়ার জন্য আসিনি, জনগণের সেবক হতে এসেছি।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক মানিক ওই সব কথা বলেন।
ডা: ফখরুদ্দিন মানিক আরো বলেন, ‘আমাদের সামাজিক এবং মানবিক সেবা সকল দল, ধর্মের মানুষের জন্য’ সেই লক্ষ্যে ২০১২ সাল থেকে দাগনভূঁঞা-সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে আমার সম্পর্ক। এই সম্পর্ক ভালবাসার জন্য কোন বিনিময়ের জন্য নয়। আমাদের সামাজিক এবং মানবিক সেবা সকল দল ধর্মের মানুষের জন্য নিবেদিত থাকবে, ইনশাল্লাহ।’
গণসংযোগে আরো বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, ইউনিয়ন আমির মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি নাসির উদ্দিন, শিবির সভাপতি আব্দুল্লাহ আল শাহদাত, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ।



