কুলাউড়ায় বিআরডিবির ভাইস চেয়ারম্যান গ্রেফতার

মৌলভীবাজার কুলাউড়ার যুবলীগ নেতা ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো: কামাল হোসনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মো: কামাল হোসন
মো: কামাল হোসন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভাইস চেয়ারম্যান মো: কামাল হোসনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, রোববার রাতে বাদে ভুকশমিইল রসুলগঞ্জবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গোপনে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করেন কামাল হোসেন। বিভিন্নি সভা-সমাবেশে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, কামাল হোসেন ডেবিল হান্টের তালিকাভুক্ত এবং বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়েছে।