সরকারি কর্মকর্তার গায়ে হাত, পাংশা উপজেলা বিএনটির সভাপতিসহ ৬ নেতাকর্মী আটক

আটক ছয়জন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করেছেন।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari Sadar
সরকারি কর্মকর্তার গায়ে হাত দেয়ায় পাংশা উপজেলা বিএনটির সভাপতিসহ ৬ নেতাকর্মী গ্রেফতার
সরকারি কর্মকর্তার গায়ে হাত দেয়ায় পাংশা উপজেলা বিএনটির সভাপতিসহ ৬ নেতাকর্মী গ্রেফতার |নয়া দিগন্ত

অফিস কক্ষে ঢুকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে সদর থানা পুলিশে দিয়েছে সেনাবাহিনীর রাজবাড়ীর ইউনিট।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অফিস থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

চাঁদ আলী খান ছাড়াও আটক অন্য পাঁচজন হলেন- পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো: রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো: বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে মো: ফরিদ হোসেন ও জেলা যুবদলের নেতা রেজাউল করিম পিন্টুর ছেলে মো: শিশির করিম।

বিষয়টি নিয়ে কথা বলতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান জানান, আটক ছয়জন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে কাজী রকিবুল হাসান থানায় লিখিত অভিযোগ করেছেন। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।