কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃ্হস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফছর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ওমর ফারুক ভূঁইয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা আগের অবস্থানে ফিরিয়ে আনতে হলে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনে আসক্ত না হয়ে পড়াশোনায় মনযোগী হতে হবে।’



