কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সমর্থন করে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের আবদুল কাদের প্রাইম।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চকরিয়াস্থ নিজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবদুল কাদের বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির সাথে গণঅধিকার পরিষদ আসন সমঝোতার ভিত্তিতে জোট হয়েছে। এইপ্রেক্ষিতে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সমর্থন করে আগামীকাল (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার আমার প্রার্থীতা প্রত্যাহার করে নেবো।
আবদুল কাদের প্রাইম আরো বলেন, সালাহউদ্দিন আহমদ সাবেক মন্ত্রী, বর্তমানে দেশের একজন জাতীয় সম্পদ। এলাকা ও দেশের উন্নয়নের স্বার্থে সালাহউদ্দিন আহমদের মতো বলিষ্ঠ ও ডাইনামিক নেতৃত্ব খুবই প্রয়োজন।
চকরিয়া ও পেকুয়াবাসীকে ধানের শীষের প্রার্থী তথা সালাহউদ্দিন আহমদকে বিগত সময়ের মত আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।



