পূর্বধলায় অটোতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে ট্রাকচালক নিহত

‘অটো স্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে জিহাদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Location :

Netrokona
নিহত ট্রাকচালক জিহাদুল ইসলাম
নিহত ট্রাকচালক জিহাদুল ইসলাম |নয়া দিগন্ত

ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোর যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে জিহাদুল ইসলাম (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জিহাদুল ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের একমাত্র ছেলে। তার স্ত্রী ও দুই ছেলেসন্তান রয়েছে। ছেলেদের বয়স পাঁচবছর ও চারবছর।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে ইলাশপুর চৌরাস্তা অটো স্ট্যান্ডে জারিয়া রুটের একটি ব্যাটারিচালিত অটোর যাত্রী উঠানো নিয়ে অটোচালকের সাথে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে অটোচালক বিষয়টি ট্রাকচালক জিহাদুল ইসলামের কাছে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিন ও শাহাবুদ্দিন নামে এক বৃদ্ধের সাথে তর্কে জড়ান।

পরে এ বিরোধ পারিবারিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে রূপ নিলে শাহাবুদ্দিন আহত হন এবং জিহাদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিক জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা নিজাম উদ্দিন ও শাহাবুদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি ঘর ও একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে একটি ঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সজল কুমার সরকার বলেন, ‘অটো স্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে জিহাদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘সংঘর্ষকে কেন্দ্র করে একটি দোকান ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’