মির্জা ফখরুল

আমাদের ভুলের কারণে যেন আবার ফ্যাসিস্ট ফিরে না আসে

‘বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সুবাদে, বিশেষ করে আমাদের দলের নেতাকর্মীরা যারা আছেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই সংগ্রাম করেছেন, তারা এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।’

রাফিক সরকার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ছবি : নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে রাখতে হবে যে, আমাদের কোনো ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদের আর আমরা ফিরে আসতে দিতে চাই না। মনে রাখতে হবে, আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টা অত্যন্ত সচেতনতা এবং সতর্কতার সাথে পা ফেলতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের শিল্পকলা মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল আরো বলেন, বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সুবাদে, বিশেষ করে আমাদের দলের নেতাকর্মীরা যারা আছেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই সংগ্রাম করেছেন, তারা এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

তিনি বলেন, বিগত ১৫ বছরে আমরা দুঃশাসনের যাতাকলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিশেষ করে এই ঠাকুরগাঁওয়ের মানুষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, বিগত সময়ে তারা অনেক নির্যাতন সহ্য করেছেন। অনেকে অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছেন, অনেকেই জেলে গেছেন, আবার অনেকে সাজাপ্রাপ্ত পর্যন্ত হয়েছেন। পরে সেগুলো আমাদের আইনজীবিদের সযোগিতায় তাদের মুক্ত করতে পেরেছি। আমি আপনাদের সাথে দীর্ঘকাল ধরে কাজ করছি। আমার দল যখন আমাকে মনোনয়ন দেয়, তখন থেকে আমি নির্বাচন করছি। কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি। কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে যাইনি। ঠিক একইভাবে আপনারাও বিএনপি ছেড়ে চলে যাননি।

মির্জা ফখরুল আরো বলেন, আগামী নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মধ্য দিয়ে আবার আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়, তারা এ ১৬ বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। নিজস্ব সরকার তৈরি করতে চায়। সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সম্মৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফকুল ইসলাম শরিফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।