ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় মুন্সীগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুপার মার্কেট গোলচত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাহিদ হাসান, সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আল মাহমুদ, সাবেক যুগ্ম সদস্য সচিব মো: জুয়েল শেখ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মো: রাজু ও মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এ ঘটনার দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



