নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়া মাহফিল বুধবার নবীনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় দোয়া মাহফিল বুধবার (২৬ নভেম্বর) সকালে নবীনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর মার্কেটস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাদিসুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ডা: ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খাঁন মামুন, কামাল হোসেন, বিপ্লব সরকার, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সাজ্জাদ হোসেন, নুর মোহাম্মদ, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যরা।

অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, ‘মহান আল্লাহর কাছে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আমাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ।’