কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘুষ ও দুর্নীতির অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বদলি আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন কর্মস্থলে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যিনি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও অভিযুক্ত হয়েছেন তাকে ফুলবাড়ীতে দায়িত্ব দেয়া শিক্ষা ব্যবস্থার ওপর চরম অবিচার। দাবিগুলো আগামী দুই কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার মাধ্যমে কঠোর আন্দোলনে যাওয়া হবে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।
তাদের দাবিগুলো হলো- ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার দ্রুত প্রত্যাহার, ফুলবাড়ীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা ও বিদ্যালয় চলাকালীন সময়ে কিন্ডারগার্টেন বা প্রাইভেট টিউশন বন্ধ করা। এছাড়া ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করে শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা।
এদিকে দুপুরে আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুমের কাছে স্মারকলিপি দেন।
এ বিষয়ে ইউএনও বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া দাবি গ্রহণ করা হয়েছে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’