বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে এদেশে কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে দেশে এক কোটি শিক্ষিত যুবকের চাকরির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা গ্রামে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ঋণ ও নানান সুবিধা সম্বলিত কৃষি কার্ড দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘দেশে প্রচুর পরিমাণে লবণের উৎপাদন হলেও ন্যায্যমূল্য না থাকায় হতাশায় পড়েছেন চাষীরা। বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।’
পথসভায় বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।’
বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকা পেকুয়া উপজেলার পেকুয়া মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি।
এর আগে, সকালে সালাহউদ্দিন আহমদ বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহমুদুল করিম চৌধুরীর কবর জেয়ারত করেন। পরে মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেন তিনি।



