দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিরামপুর গুচ্ছগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন— ট্রাক্টরচালক জুইন। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।



