বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার বলেছেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ ভালোবেসে জামায়াতকে ক্ষমতায় দিলে সবদলকে নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাবো’।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে মির্জাপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি ওই কথা বলেন।
মির্জাপুর উপজেলা জামায়াত আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবুল কাশেম মৃধা, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, পৌর আমির মহিবর রহমান, জামায়াত নেতা আল মাসুম কবির, ইঞ্জিনিয়ার শেখ ইসমাঈল হোসেন, ছাত্রশিবির উপজেলা সভাপতি আরাফাত ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলান আব্দুল্যাহ বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভবনাময় দেশ, দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করায় দেশের উন্নতি হচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে দুর্নীতি বন্ধ করা হবে।’ এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।



