খাগড়াছড়িতে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান অপসারণ

মঙ্গলবার বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা |নয়া দিগন্ত

অনিয়ম ও দুর্নীতি অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্ব থেকে বিরত) জিবুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ী অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৭ জুলাই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। জেলা পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে অভিযোগগুলো তদন্ত করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত এসেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েন তিনি। অভিযোগ উঠে তার নানা অনিয়ম ও দুর্নীতির।