চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আনোয়ারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার তাঁর কাছ থেকে মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন- আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. নাছির উদ্দিন শাহ, বারখাইন ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন সভাপতি এস. এম. শাহেদ, হাইলধর ইউনিয়ন সভাপতি নজরুল করিম, বারশত ইউনিয়ন সভাপতি মো. ফারুক এবং আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা রিয়াদ মাহমুদ।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি, যা সব রাজনৈতিক দলের জন্য প্রশংসনীয়। আশা করি নির্বাচন পর্যন্ত এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’