ঠাকুরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঠাকুরগাওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ঠাকুরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন |নয়া দিগন্ত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয় এবং শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, মহিলা দল সভাপতি ফোরাতুন্নাহার প্যারিস, জেলা যুবদলের সাবেক সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর, জেলা যুবদলের সদস্য সচীব জাহিদুর রহমান জাহিদ, ওলামা দলের সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবে কর্নেল (অব:) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের ৩ দিন ব্যাপী সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। ঠিক তেমনি গণ বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছি। সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমরা দেশকে ভালো কিছু উপহার দিয়ে দেশে গণতান্ত্রিক পথে ফিরিয়ে নিয়ে এই বিপ্লবের যথাযথ মর্যাদা বজায় রাখবো।