জমকালো আয়োজনে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন

ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট এডগার এফ. লুথার ১৮৪০ সালে ‘ইংলিশ সেমিনার স্কুল’ প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সরকার ১৮৫১ সালে দায়িত্ব নেয়ার পর এর নাম পরিবর্তন করে ফরিদপুর জিলা স্কুল রাখা হয়। প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

হারুন আনসারী, ফরিদপুর
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন |নয়া দিগন্ত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে দু’ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমদিনের কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রথমদিনের কর্মসূচি হিসেবে সকাল ১০টায় স্কুল চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার, পুনর্মিলনী আয়োজক পরিষদের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য সচিব মো: ওয়াহিদ মিয়া কুটি।

এরপর সাবেক ও নবীন ছাত্ররা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শপথ বাক্য পাঠ করেন।

পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শিক্ষার্থীরা পায়ে হেঁটে, অনেকে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি সহকারে র‌্যালিতে অংশ নেন।

দু’ দিনব্যাপী আয়োজনের প্রথমদিনের অন্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্কুলের উন্নয়নবিষয়ক আলোচনা, স্মৃতিচারণ ও স্কুলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে মিনি ম্যারাথন, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন।

উল্লেখ্য, ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট এডগার এফ. লুথার ১৮৪০ সালে ‘ইংলিশ সেমিনার স্কুল’ প্রতিষ্ঠা করেন।

ব্রিটিশ সরকার ১৮৫১ সালে দায়িত্ব নেয়ার পর এর নাম পরিবর্তন করে ফরিদপুর জিলা স্কুল রাখা হয়। প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।