চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১

জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে নিহত আলাউদ্দিন ও তার বাবা আ: রউফ স্হানীয় ভোলারজুম বাজার থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি লাইট্রারতলি এলাকায় আসলে আগে থেকে ওৎ পেতে থাকা আক্তার হোসেন ও তার দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে।

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Chunarughat
চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১
চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১ |নয়া দিগন্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৩) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) ঢাকা পঙ্গু মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আলাউদ্দিন ওই এলাকার আ: রউফ ওরফে হুরুন মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাশী ইউনিয়নের লাইট্রারতলি গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার আঃ রউফ ওরফে হুরুন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই রাত অনুমান ৯টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে নিহত আলাউদ্দিন ও তার বাবা আ: রউফ স্হানীয় ভোলারজুম বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে নির্জন পাহাড়ি লাইট্রারতলি এলাকায় আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আক্তার হোসেন ও তার দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে।

এক পর্যায়ে আ: রউফ ও তার ছেলে আলাউদ্দিনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দ্বারা গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে আত্মীয়-স্বজনদের মাধ্যমে চুনারুঘাট সদর হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ঢাকা পঙ্গু মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন। সোমবার (২৮ জুলাই) বেলা ২টার দিকে পথিমধ্যে আলাউদ্দিন মারা যায়। আ: রউফ বর্তমানে ঢাকা পঙ্গু মেডিক্যাল হাসপাতালে কোনোরকম প্রাণে বেঁচে আছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।