শহীদ দিবস

কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা

‘বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই বিপ্লবের অবিস্মরণীয় ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থেকে যাবে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
শহীদ দিবসে কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা
শহীদ দিবসে কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা |নয়া দিগন্ত

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: নাজির আহমেদ খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়াসহ কুমিল্লার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্য অতিথিরা।

দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে জুলাইয়ের শহিদগণের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ বলেন- ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাইলফলক হিসেবে কাজ করেছে ২০২৪ সালের ১৬ই জুলাই।’

কুমিল্লা গোমতী হাসপাতালের উদ্যোগে আবু সাঈদসহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এ সময় আলোচকরা জুলাই বিপ্লবের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই বিপ্লবের অবিস্মরণীয় ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থেকে যাবে।’