মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো: রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনায় মোটরসাইকেলআরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরতর আহত হন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, শিবচর উপজেলার চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলযোগে রাকিবুল বাড়িতে যাচ্ছিল। এ সময় ড: নুরুল আমিন বিশ্ববিদ্যালয়ের কলেজের সামনে আসলে পেছন থেকে একটি মোটরসাইকেল তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিবুল ইসলাম ও মোটরসাইকেলআরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাকিবুল ইসলামকে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়।