শেরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকি গ্রেফতার

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Bogura
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকি
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকি |নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিবুল ইসলাম জাকি (২৯) নামের (কার্যক্রম নিষিদ্ধ) স্বেচ্চাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জাকি পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার শাহ মো: আফজাল হোসেন মারুফের ছেলে। তিনি শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জাকিকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।